নং |
সেবার নাম |
প্রদেয় ফি |
সেবা প্রদানকারী |
সেবা প্রদানের সময়সীমা |
০১ |
পল্লীসমাজসেবা কার্যক্রম |
প্রযোজ্য নহে |
উপজেলা সমাজসেবা কার্যালয়, সাভার |
৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান। সময়সীমা- ০৩ বছর নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি: আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা। যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকা পর্যন্ত। |
০২ |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম |
প্রযোজ্য নহে |
ঐ |
৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান। সময়সীমা- ০৩ বছর আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্যা। যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকা পর্যন্ত। |
০৩ |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম |
প্রযোজ্য নহে |
ঐ |
৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান। সময়সীমা- ০৩ বছর এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশ হাজার) টাকার নিচে। |
০৪ |
বয়স্ক ভাতা কার্যক্রম |
প্রযোজ্য নহে |
ঐ |
ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার, বরাবর আবেদন করতে হবে। ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩,০০০ (তিন হাজার ) সময়সীমা- ভাতা প্রাপ্তী সাপেক্ষ্যে মৃত্যুর পর ০৩(তিন) মাস পর্যন্ত। |
০৫ |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম |
প্রযোজ্য নহে |
ঐ |
ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার, বরাবর আবেদন করতে হবে। ৬ বছরের ঊর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না; যিনি চাকুরীজীবী কিংবা পেনশন ভোগী নন।প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০ (চব্বিশ হাজার) টাকার কম সময়সীমা- ভাতা প্রাপ্তী সাপেক্ষ্যে মৃত্যুর পর ০৩(তিন) মাস পর্যন্ত। |
০৬ |
বিধবা ও স্বামী পরিঃ ত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম |
প্রযোজ্য নহে |
ঐ |
ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার, বরাবর আবেদন করতে হবে। ১৮ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ২৪,০০০ (ছব্বিশ হাজার ) টাকা। সময়সীমা- ভাতা প্রাপ্তী সাপেক্ষ্যে মৃত্যুর পর ০৩(তিন) মাস পর্যন্ত। |
০৭ |
প্রতিবন্ধী শিক্ষার্থী-দের জন্য শিক্ষা উপবৃত্তি |
প্রযোজ্য নহে |
ঐ |
সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার, বরাবর আবেদন করতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের ঊর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে । সময়সীমা- শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায়। |
০৮ |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা |
প্রযোজ্য নহে |
ঐ |
উপজেলা মুকিযোদ্ধা কমান্ড এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে।মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২,০০০ টাকার ঊর্ধে নয়। সময়সীমা- ভাতা প্রাপ্তী সাপেক্ষ্যে মৃত্যুর পর ০৩(তিন) মাস পর্যন্ত। |
০৯ |
প্রতিবন্ধী সনদ প্রদান |
প্রযোজ্য নহে |
উপজেলা সমাজসেবা কার্যালয়েূর মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয় |
প্রতিবন্ধী ব্যক্তি প্রয়োজনীয় তথ্য সহ উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে। সময়সীমা- আবেদনের ০১ দিনের মধ্যে |
১০ |
স্বেচ্ছাসেবী সমাজ-কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান |
প্রযোজ্য নহে |
ঐ |
নামের ছাড়পত্র, নিবন্ধন, কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য প্রাথমিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করতে হবে। |
১১ |
বেসরকারি এতিম-খানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান |
প্রযোজ্য নহে |
ঐ |
প্রাথমিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করতে হবে। বেসরকারি এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস